আসা করি সবাই ভালো আছেন।
আমার এই সাইট টা তৈরি করার পিছনে মূল উদ্যেশ্য হলো আমরা অনেক সময় অনলাইনে বিভিন্ন ভাবে
ইনকাম করার চেষ্টা করি কিন্তু হাজার কষ্ট করার পর যখন আমরা রেজাল্ট ঘরে তুলতে যাই তখন আমরা ৯৯% সময় ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার পিছনে সবছেয়ে একটা বড় কারন হলো - অনলাইনে আমরা যা দেখি তাই আমরা বিশ্বাস করে ফেলি যার কারনে আমরা এই ভাবে হতাশায় পড়ি। যার ভুক্তভোগী আমি নিজেই।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সামনে অনলাইন উপার্জনের জন্য কিছু ট্রাস্ট্রেড সাইট হাজির করতে। সেই কালেকশনে থাকবে নতুন, পুরাতনের মিশ্রন। যে সাইট গুলোতে কাজ করে আপনি ডলার ইনকাম করতে পারবেন। পারবেন বিটকয়েন সহ বিভিন্ন কয়েন। আপনাদের জন্য যে ধরনের সাইটের লিস্ট থাকবে।
১. এড দেখে ডলার আয়।
২. এড দেখে বিটকয়েন সহ বিভিন্ন ধরনের কয়েন আয়।
৩. ফ্রিলেন্সিং করে বিভিন্নভাবে ডলার আয় করা।
৪. বিভিন্ন ধরনের এপিলিয়েট সাইডের বাংলা ইংলিশ রিভিউ।
৫. সাম্প্রতিক হট ইনকাম নিউজ।
তবে এই সকল কাজ করার আগে আপনাকে স্বরণ রাখতে হবে, আপনি যদি ঘরে বা বাহিরে বা চাকরীতে কম্পিউটার নিয়ে কাজ করেন তাহলে এড দেখে আয়ের দিকে ছুটাছুটি করবেন না। কারন এড দেখে আয় আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তার চাইতে আপনি ৩-৬ মাস সময় দিয়ে যে কোন একটি কাজের উপর যোগ্যতা অর্জন করে সেই কাজ দিয়ে অনায়াসে আয় করতে পারেন।
আজ এই পর্যন্ত - সামনে বিস্তারিত আলোচনা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন